ফিতনার ইতিহাস
বাঙালি মুসলমানের শেকড়ের কথা
লেখক : মনযূর আহমাদ প্রকাশনী : চেতনা প্রকাশন পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক বঙ্গে যখন মানুষের বসতি শুরু হয়, তখন পৃথিবীর বহু অঞ্চলই মানবসভ্যতার ছোঁয়া পায়নি। এই জনপদের ইতিহাস ও ঐতিহ্য প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো। তবে এখানে মানব বসতির শুরুটা ঠিক কীভাবে এবং কবে হয়েছিল, তা প্রচলিত ইতিহাসের নাগালের বাইরে।অবশ্য অপ্রচলিত কিছু সূত্র ধরলে আমরা দেখতে পাই, নুহ নবীর মহাপ্লাবনের পর পৃথিবী যখন প্রথমবারের মতো জনশূন্য হয়, তাঁর বংশধরদের একটি দল পাকিস্তান ও ভারতের সিন্ধু অঞ্চলে এসে বসতি স্থাপন করে। পরবর্তীতে তাদের একটি অংশ বাংলা জনপদে বসবাস শুরু করে। কথিত আছে, তাঁদের মধ্যে নুহ নবীর একজন প্রপৌত্র ছিলেন, যার নাম বঙ্গ—এ জনপদের নাম সেই থেকেই বঙ্গ, এবং পরে তা বঙ্গ-আল, বাঙ্গালাহ, বাংলা থেকে পরিবর্তিত হয়ে বাংলাদেশ নামে পরিচিতি পায়। ঐতিহাসিক গোলাম হোসাইন সালিম তাঁর বিখ্যাত ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থে এই তথ্য উপস্থাপন করেছেন। ইসলামী সূত্রে এই মতটি যথেষ্ট শক্তিশালী। উপরোক্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, এই জনপদে মানববসতির সূত্রপাত মুসলমানদের হাতেই। ফলে এই ইতিহাসকে পুনরুজ্জীবিত করা মুসলমানদেরই দায়িত্ব।
বাংলাদেশে ইসলাম
বুদ্ধিবৃত্তিক যুদ্ধ
মুসলিম জাতির ইতিহাস
লস্ট ইসলামিক হিস্ট্রি
শিকড়ের সন্ধানে
শিয়া (উৎপত্তি, চিন্তাধারা ও ক্রমবিকাশ)
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবী প্রকাশনী : কালান্তর প্রকাশনী মুসলিমদের জেনে রাখা উচিত,তাদের কোনো আন্দোলন সঠিক আকিদা-বিশ্বাসের নিরিখে প্রতিষ্ঠিত না হলে তা কোনোদিন সফল হবে না। ইসলামি ইতিহাসের আগাগোড়া পাঠ করলে অনুমিত হবে,বিশেষ করে সুলতান নুরুদ্দিন ও সালাহুদ্দিন আইয়ুবির যুগে ক্রুসেডে,উসমানিদের শাসনামলে সুলতান মুহাম্মাদের যুগে কনস্টান্টিনোপল বিজয়ে,ইউসুফ ইবনু তাশফিনের মুরাবিত সাম্রাজ্যের যুগে মুসলিমজাতি যে বিজয় ও সাহায্য লাভ করেছিল,তার পেছনে ছিল তাদের পরিচ্ছন্ন আকিদা। উপযুক্ত পরিকল্পনা। সাম্রাজ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা। সমাজের দুর্নীতিবাজ,নষ্ট আকিদার লোকজন এবং ইয়াহুদি-খিষ্টানদের নিয়ন্ত্রণ করা ইত্যাদি। ইতিহাস সাক্ষী,শিয়ারা তাদের জন্মের শুরু থেকে যখনই সুযোগ পেয়েছে ইসলাম ও মুসলিম সমাজব্যবস্থার ওপর বিষাক্ত ছোবল হেনেছে। তারাই মূলত প্রথমে ইসলামের সুদৃঢ় ঐক্য তছনছ করেছে। চেঙ্গিস খানকে ডেকে এনে ধ্বংস করিয়েছে ঐতিহ্যবাহী শহর বাগদাদ। সাফাবি সম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রাচ্যের মুসলিমসমাজের জন্য জাহান্নামের পরিবেশ তৈরি করেছে। বক্ষ্যমাণ গ্রন্থে শিয়াদের পরিচয়,তাদের বিভিন্ন দল-উপদল,আকিদা-বিশ্বাস ইত্যাদি নিয়ে দালিলিকভাবে আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তির উচিত,গ্রন্থটি একবার হলেও পাঠ করা। এতে আমরা তাদের ইতিহাস,ভ্রান্তি ও অপকর্ম সম্পর্কেও গভীরভাবে জানতে পারব।
সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস
সিন্ধু থেকে বঙ্গ (দুই খণ্ড)
লেখক : মনযূর আহমাদ প্রকাশনী : চেতনা প্রকাশন পৃষ্ঠা : 1100, কভার : হার্ড কভার মোট দুই খণ্ডের বইটির প্রথম খণ্ড ২১টি অধ্যায়ে বর্ণিত হয়েছে বিস্তৃত ইতিহাস। ইবরাহিম আলাইহিস সালামের মুনাজাত থেকে শুরু করে প্রাচীন ভারতের শিক্ষাব্যবস্থা, ইসলাম প্রচারে ওলি-আউলিয়ার অবদান, বঙ্গে ইসলাম প্রচার, মুসলিম শাসনের সূচনা, সিন্ধু বিজয়-সহ রাজবংশগুলোর ইতিহাস বিবৃত হয়েছে সাবলীলভাবে।প্রথম খণ্ডে আলোচিত হয়েছে গজনি থেকে ইলিয়াস-শাহি বংশ (১৩৪২-১৩৫৮ খ্রিষ্টাব্দ) পর্যন্ত। দ্বিতীয় খণ্ড পুরোটাজুড়ে আলোচিত হয়েছে মুঘল শাসনের ইতিহাস। মুঘল শাসকদের জীবনী, তাদের শাসনকাল, অবদান, যুদ্ধ-বিগ্রহ, ধর্মীয় ও সামাজিক অবস্থা ইত্যাদি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ২০ অধ্যায়ের এই খণ্ডটির শেষ পাঁচটি অধ্যায়ে আলোচিত হয়েছে পর্যায়ক্রমে মুঘল শাসনব্যবস্থায় সমাজ ও সংস্কৃতি, হিন্দু-মুসলিম সম্পর্ক, শিল্পব্যবস্থা, শিক্ষা-সাহিত্য এবং ভারতবর্ষে সভ্যতা নির্মাণে ইসলামের ঐতিহাসিক অবদান।নিজের শেকড় ও অস্তিত্ব, মাটি ও মানবের ইতিহাস জানতে পড়ুন ‘চেতনা’ প্রকাশিত ‘সিন্ধু থেকে বঙ্গ।’